প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ
নোয়াখালীতে ৯৯ ব্যাচেরপুনর্মিলন ও প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালী ৯৯ ব্যাচের শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী, ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মার্চ) দুপুরে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় জানানো হয়, ইতিমধ্যে ৯৯ ব্যাচের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশনের মাধ্যমে পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। আগামী ৪ই মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে রাত ১১ টা পর্যন্ত এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তির বর্গের পাশাপাশি জাতীয় ব্যান্ড তারাকারা যোগ দিবেন। অনুষ্ঠানটি নোয়াখালী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলন ৯৯ ব্যাচের সমন্বয়ক আতাউল্লাহ ফারুক ও আবু সুফিয়ান মোহাম্মদ আরিফ হোসেন তুহিন, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সমর সেন জনি, জাফর ইমাম রবিন, ফজলুর রহমান সুমন, একলাসপুর উচ্চ বিদ্যালয়ের আতিকুর রহমান সোহাগ, মোজাম্মেল হক বাবু, বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের কামরুল হাসান জীবন, নাজিম উদ্দিন রিশাদসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.