জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুডীতে এলডিপি নেতাকে না পেয়ে তার ভাইকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জয়াগ বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও সরেজমিনে পরিদর্শন সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে জয়াগ কাঁচা বাজারে কেনা কাটা করতে আসেন জয়াগ গ্রামের মফিজ উল্যার ছেলে মোঃ আলা উদ্দিন। এ সময় পূর্বে থেকে উৎপেতে থাকা ১০-১২ জন মুখোশধারী সন্ত্রাসী তার উপর হামলার চালায়। হামলার সময় সন্ত্রাসীরা আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিতে থাকে। দস্তাদস্তিতে একজন হামলাকারীর মুখোশ খুলে যায়। হামলার নেতৃত্ব দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতা ও চিহ্নিত সন্ত্রাসী টিপু। হামলায় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-সস্ত্র ও লাঠি সোটা দিয়ে আলা উদ্দিনকে উপর্যুপরি আঘাত করে। এসময় তার মাথা, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে।তদন্ত সূত্রে জানা যায়, আলা উদ্দিনের ছোট ভাই মোঃ মাঈন উদ্দিন ২০১৭ সাল থেকে এলডিপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। ২০১৮ সালে ১নং ওয়ার্ডের প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ার পর তার উপর একাধিকবার হামলা চালানো হয়। ২০১৯ সালের পহেলা মে মাইন উদ্দিনের উপর আওয়ামী লীগের সন্ত্রীরা হামলা চালায়। তখন মাইন উদ্দিন গুরুতরভাবে আহত হয়। এরপর থেকে মাইন উদ্দিন পালিয়ে বেড়াচ্ছে।
সে দ্বন্দ্বের কারণে মাইন উদ্দিনকে না পেয়ে মোঃ আলা উদ্দিনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন আলা উদ্দিন।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.