প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৮:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ
নিয়োগ বাণিজ্য ও দূর্নীতিবাজ সাবেক প্রধান শিক্ষকের বিচার দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতকারী সাবেক প্রধান শিক্ষক ইউনুস নবী মনিকের বিচার ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী।
বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সাবেক প্রধান শিক্ষক ইউনুস নবী মানিক ইতোপূর্বে দূর্ণীতির দায়ে গ্রেফতার হন। বর্তমানে তিনি নানাভাবে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা করছেন। তাকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকাবাসী আর চায়না। অবিলম্বে দূর্ণীতিবাজ এই শিক্ষকের বিচার করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবী করা হয়।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও ফরাজি হাসপাতালের এমডি ডা. মোহাম্মদ মোক্তার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস,বিএনপি নেতা মোহাম্মদ শাহিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক ইউনুস নবী মানিক কোন কথা বলতে রাজি হননি।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি আরিফুর রহমান জানান, ওই শিক্ষক আদালতে মামলা করেছেন, আদালতের নির্দেশনা মতে আমরা কাজ করবো।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.