ফাইল ছবি
অর্জুন কাপুরের করোনায় আক্রান্তের খরব প্রকাশের কয়েক ঘণ্টা পর জানা গেলো তার প্রেমিকা মালাইকা অরোরাও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলিউডের এই প্রেমিক-প্রেমিকা।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ খবর নিজেই জানিয়েছেন অর্জুন কাপুর। তবে শরীরে করোনার কোনোরকম উপসর্গ ছিল না এ তারকার। হোম আইসোলেশনে রয়েছেন অর্জুন কাপুর, সে কথাও জানিয়েছেন তিনি।
অর্জুনের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তারকাদের দ্রুত আরোগ্য লাভের কামনার বন্যা বয়ে যায়। অনেকেই অর্জুনের দ্রুত আরোগ্য কামনা করেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ অর্জুনের প্রেমিকা মালাইকা অরোরার স্বাস্থ্য নিয়ে কৌতূহল প্রকাশ করেন। পরে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করে, মালাইকারও করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.