বিশেষ প্রতিনিধি : নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।
গত ১০ ডিসেম্বর ২০২২ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সমর্থিত তার একনিষ্ঠ কর্মী মাকসুদুর রহমানের বাড়িতে এ হামলা চালানোর অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানায়, মাকসুুর রহমান আবদুল কাদের মির্জার একনিষ্ঠ কর্মী হওয়ায় সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির ও শ্রমিক নেতা আলাউদ্দিন হত্যা মামলার আসামী করা হয় তাকে। তার জের ধরে মাকসুদুর রহমানের বাড়িতে হামলা চালায় নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সমর্থিত সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপ।
এদিকে সাংবাদিক মুজাক্কির ও শ্রমিক নেতা আলাউদ্দিন হত্যা মামলার আসামী হয়ে মাকসুদুর রহমান বর্তমানে বিদেশে অবস্থান করছে। প্রাণনাশের আশংকা থাকায় দেশে আসতে পারছেন না তিনি। এদিকে স্থানীয় এলাকাবাসী এবং মাকসুদুর রহমানের পরিবার আতংকে বিরাজ করতেছে প্রতি মুহূর্তেই তাই এই সন্ত্রাসী হামলার সঠিক বিচার চেয়েছে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নিকট এবং নোয়াখালী জেলা পুলিশ সুপারের কাছে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.