প্রতিনিধি: নোয়াখালী সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ মামলার পলাতক আসামি মামুনুর রশিদ প্রকাশ জুয়েলকে (৩৮) গ্রেফতার করেছে। সোমবার রাতে ঢাকার ওয়ারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে আদালতে চেকের ১৩টি মামলার মধ্যে ৮টিতে ৫ বছর ৩ মাসের সাজা ও ৫টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
মঙ্গলবার সন্ধায় সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মামলার পালাতক আসামী জুয়েলকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম ইয়ারপুর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে। জুয়েল এতদিন গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলো। সে ১ কোটি ১ লক্ষ ৯৫ হাজার টাকার অর্থদণ্ডে দন্ডিত। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জুয়েলকে জেল হাজতে পাঠানো হয় বলেও জানান ওসি ইকবাল হোসেন পাটোয়ারী।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.