জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে পরীক্ষার হলে নকল সরবরাহের অভিযোগে মো: হোসেন অনিক(১৯) নামের এক যুবককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত ২০ আগস্ট উপজেলার কাজিরহাট শহীদ আমান উল্যা পাবলিক উচ্চ বিদ্যালয়ে এস.এইচ.সি পরীক্ষা চলাকালীন নকল সরবরাহের অভিযোগে হাতে নাতে কারাদন্ডপ্রাপ্ত অনিককে আটক করা হয়। অনিক পাশ্ববর্তি সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের বেলাল হোসেনের পুত্র। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, অনিককে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং নগদ ২শত টাকা জরিমানা অনাদায়ে আরো ১ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। পরে তাকে পুলিশ জেলহাজতে প্রেরণ করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত। পরীক্ষার সুষ্ঠ ও সুন্দর পরিবেশ বজায় রাখার নিমিত্ত উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলে বলে জানান বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত। এ বিষয়ে সবাইকে আরো সতর্ক হওয়ারও আহবান জানান তিনি।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.