শিরোনাম :
 বেগমগঞ্জে  প্রাণী সম্পদ প্রদর্শীর উদ্বোধন নোয়াখালীতে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিবসহ গুনীজনদের সংবর্ধনা নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর নানা অপকর্মের হোতা ডা: শর্মিষ্ঠা দে অবশেষে বেগমগঞ্জ থেকে বদলী  চৌমুহনীতে অগ্মিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি    বেগমগঞ্জে উদ্ধার অজ্ঞাত লাশের পরিচয় মিলেনি কবিরহাটে পুরুষ, মহিলা ভোট কেন্দ্র পৃথকীকরণের প্রতিবাদে সংবাদ সন্মেলন বেগমগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ৭১ এর স্বাধীনতার চেতনাকে লালন করে আগামী দিনে আলোকিত সমাজ গড়তে হবে-বরকত উল্যাহ বুলু সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগে নোয়াখালী ওয়ারিয়র্স দলের জার্সি উন্মোচন

   বেগমগঞ্জে উদ্ধার অজ্ঞাত লাশের পরিচয় মিলেনি

  • আপডেট সময় : শনিবার, নভেম্বর ৮, ২০২৫
  • 250 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:  নোয়াখালীর চৌমুহনী পৌর এলাকর চৌরাস্তা পরিত্যাক্ত মাছের আড়ৎ থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের পরিচয় গত ২ দিনেও মিলেনি। এদিকে পরিচয় সনাক্ত না হওয়ায় অজ্ঞাত হিসেবে শনিবার(৭ নভেম্বর) রাতে লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে পৌর গোরস্থানে দাপন করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, চৌরাস্তা নতুন বাস টার্মিনাল পাহারাদার মোহাম্মদ খুরশিদ আলম গত ৬ নভেম্বর রাত ১ টার সময় থানায় খবর দেন লোহার আড়ার সাথে  গলায় রশি দিয়ে ফাঁসি দিয়ে  আত্মহত্যা করেছে। খরর পেয়ে থানার এসআই মোঃ হাবিবুর রহমানসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের পরিচয় জানার চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন কেউ তাকে চিনতে পারেনি। পিবিআই লাশের ফটো এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে লাস্ট শনাক্ত করার এবং পরিচয় পত্র নির্ণয় করার চেষ্টা করে। মৃত অজ্ঞতা ব্যক্তির কোন পরিচয় কিংবা কোন ওয়ারিশ পাওয়া যাচ্ছেনা। মৃত ব্যক্তির উচ্চতা  ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, পরনে ছিল হালকা ধূসর  বাদামি রঙের  প্রিন্টের পাঞ্জাবি এবং নেভি ব্লু রঙের  ফুল প্যান্ট। তার ডান পায়ে গোড়ালির উপর পুরাতন ফুরার কালো দাগ আছে। মুখে কালো দাঁড়ি লম্বা অনুমান ৩” ইঞ্চি নাক লম্বা। মাথার চুল কালো লম্বা অনুমান ১”ইঞ্চি। ওসি লিটন দেওয়ান আরো জানান, পুলিশ ভিকটিমের সুরতহাল রিপোর্ট ময়নাতদন্ত শেষে লাশের মৃতদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে সরকারি গোরস্থানে দাফন করা হয়। এই সংক্রান্তে বেগমগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে। যার নং ০৪/২৫, তারিখ ০৭/১১/২৫ইং। মামলাটি তদন্ত দিন। ভিকটিমের পরিচয় নাম ঠিকানা পাওয়ার জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে। ছবি দেখে কেউ থাকে চিনে থাকলে থানায় অথবা পরিবারের কাছে জানানোর জন্যও অনুরোধ করেছেন ওসি লিটন দেওয়ান।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....