জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শনিবার প্রেস ক্লাবের মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২২ সদস্যের প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ সময় প্রধান অতিথি হিসেবে সোনাইমুড়ি উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান কমিশনার ও বিশিষ্ট কবি ফারুক আল ফয়সাল জানান, সভাপতি পদে দুই প্রার্থীর প্রত্যেকেই সমান হারে ভোট পেয়েছেন। যে কারণে নির্বাচন পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে লটারীর মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয়। এতে মাকসুদ আলম সভাপতি, সহিদুল ইসলাম রায়হান জ্যেষ্ঠ সহ-সভাপতি, নিজামুদ্দিন সহ-সভাপতি, সেলিম মিয়া সাধারণ সম্পাদক ও শাহ পরান সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে বিজয়ী মাকসুদ আলম দু’যুগ আগে দৈনিক দিশারীর মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে তিনি ঢাকার একটি জাতীয় দৈনিকে প্রতিনিধি পদে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে মাকসুদ একজন স্বচ্ছ, পরিশ্রমী ও সমাজের ন্যায়কণ্ঠ হিসেবেও যথেষ্ট সুনামধারী।
নির্বাচনের ফলাফল শেষে ক্লাব সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও কৃতজ্ঞা প্রকাশ করে সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবকে সর্বস্তরের গণমানুষের আস্থা ও বিশ্বাস, আধুনিক, মানসম্মত ও পেশাজীবি সংগঠনে পরিণত করতে এ উপজেলার সরকারী, বেসরকারী দপ্তর, উপ-দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ প্রিয় সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের গণমানুষের সহযোগিতা প্রত্যাশা রাখেন মাকসুদ আলম ।
এ বিভাগের আরো খবর....
Leave a Reply