জাতীয় নিশান প্রতিবেদক:
সেনবাগ আইডিয়াল হাই স্কুলে সৈয়দ হারুন কম্পিউটার ল্যাবের উদ্বোধন কর্ াহয়েছে। বুধবার দুপুরে সেনবাগ পৌর শহরের ডাক বাংলো সংলগ্ন আইডিয়াল হাই স্কুলে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় কম্পিউটার ল্যাবটি স্থাপন করা হয়। ল্যাবের শুভ উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবু নাইম খানের সভাপতিত্বে বিদ্যালয়ের ও সহসভাপতি আবু ছায়েদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা বিআরডিবি”র চেয়ারম্যান ও সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক আব্দুল হান্নান লিটন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন,এসএফ গ্রুপের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও শিক্ষানুরাগী সৈয়দা সাজেদা রশীদ শেলী।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন,স্কুলের প্রধান শিক্ষক মোঃ সবুজ মিঞা, স্কুলের মেধাবৃত্তি পরীক্ষার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,শিক্ষক নাজমূল ইমসাল তামিম ও কোরআন তেলওয়াত করেন, বিদ্যালয়ের শিক্ষার্থী নিশি। এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। আলোচনা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে সৈয়দ হারুন কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধন করেন।
Leave a Reply