জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর সেনবাগে বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সেনবাগ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সেনবাগ উপজেলা পরিষদের প্রাঙ্গণে এই খাদ্য বিতরনের আয়োচন বরে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিন। উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার। আরো উপস্থিত ছিলেন সেনবাগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পম্পা কর। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসিনা আক্তার, সেনবাগ উপজেলা মৎস্য উন্নয়ন কমিটির সদস্য আলা উদ্দিনসহ অনেকে। এ বছর রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে ১৩২ বস্তা খাদ্য বিতরণ করা হয়।
Leave a Reply