
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালী-১ (সোনাইমুড়ি ও চাটখিল) আসন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এ অঞ্চলের প্রায় ৭০ হাজার প্রবাসী ভোটারের অর্থনৈতিক অবদান স্থানীয় রাজনীতিকে প্রভাবিত করে আসছে। ফলে এ আসনের নির্বাচনী সমীকরণ সবসময়ই জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।
চাটখিল ও সোনাইমুড়ি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও গত এক দশকে জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই আসনে জয় পেতে হলে শুধুমাত্র প্রচলিত রাজনীতির মুখ নয়, বরং গ্রহণযোগ্য ও কর্মমুখী নেতৃত্বের প্রয়োজন হবে। আলোচনায় নতুন মুখ – গোলাম মর্তুজা। সাম্প্রতিক সময়ে আলোচনায় উঠে এসেছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা এবং এমএইচ গ্লোবাল গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার শিক্ষাবিদ গোলাম মর্তুজার নাম। স্থানীয় সূত্র বলছে, বিএনপিকে মোকাবেলায় জামায়াত ইসলামী এমন একজন প্রার্থী বেছে নিতে পারে, যিনি রাজনীতিতে নতুন হলেও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য। সেই সম্ভাব্য নাম হিসেবে উঠে এসেছে গোলাম মর্তুজা।
প্রধান প্রতিদ্বন্দ্বীরা
• বিএনপি : মাহবুব উদ্দিন খোকন আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। বিকল্প হিসেবে আলোচনায় আছেন মামুনুর রশীদ মামুন।
• জামায়াত : মাঠে আছেন মাওলানা সাইফুল্লাহ। তবে কৌশলগত কারণে নতুন মুখ হিসেবে গোলাম মর্তুজাকে নিয়েও ভাবা হচ্ছে।
মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের অবদান
প্রয়াত ডাক্তার গোলাম মোস্তফার স্মৃতিতে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছে। সোনাইমুড়ি ও চাটখিলকে ২০৪০ সালের মধ্যে মডেল উপজেলা গড়ে তোলার লক্ষ্যে ফাউন্ডেশন কাজ করছে। তাদের অন্যতম প্রকল্প ‘৫-জিরো উদ্যোগ’, যার লক্ষ্য—
• শূন্য নিরক্ষরতা
• শূন্য গৃহহীনতা
• শূন্য চিকিৎসাহীন মৃত্যু
• দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থান
• ভিক্ষাবৃত্তি নির্মূল
এছাড়া তারা বিগত ১০ বছরে শত শত শিক্ষার্থীর জন্য স্কলারশিপ, ৭০ হাজারের বেশি মানুষের জন্য ফ্রি চিকিৎসা, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, গৃহনির্মাণ প্রকল্প, বন্যা-পরবর্তী পুনর্বাসনসহ বহু কার্যক্রম পরিচালনা করছে।
• শিক্ষা জীবন শুরু করেন সোনাইমুড়ী উপজেলা দেওটি ইউনিয়নের আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ে।
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন।
• পরবর্তীতে যুক্তরাজ্যের গ্রীনউইচ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে এমএসসি ডিগ্রি অর্জন করেন।
• প্রতিষ্ঠা করেন এমএইচ গ্লোবাল গ্রুপ ও AHZ Associates, যা আন্তর্জাতিক শিক্ষায় সহায়তা দিয়ে আসছে।
• যুক্তরাজ্যের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা বোর্ড সদস্য।
• বাংলাদেশে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (UODA)-এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য।
• প্রতিষ্ঠা করেছেন এমআইই পাথওয়েজ নামে যুক্তরাজ্যের একটি স্টাডি সেন্টার।
• দীর্ঘ এক যুগ ধরে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে সমাজ উন্নয়নে যুক্ত আছেন।
গোলাম মর্তুজা ছাত্রজীবন থেকেই জামায়াতে ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ছাত্রশিবিরে সক্রিয় ভূমিকা রাখেন এবং লন্ডনে অবস্থানকালে জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন।
নোয়াখালী-১ আসনের ভোটাররা প্রচলিত রাজনৈতিক দ্বন্দ্বে ক্লান্ত। তারা এখন চান উন্নয়নমুখী, মানবিক ও দক্ষ নেতৃত্ব। বিশেষজ্ঞদের মতে, যদি গোলাম মর্তুজা প্রার্থী হন, তবে তিনি হতে পারেন এ অঞ্চলের রাজনীতিতে পরিবর্তনের প্রতীক।
ফাউন্ডেশন পরিবারের কেউ যদি নির্বাচনে প্রার্থী হয় , তবে কি নোয়াখালী-১-এর রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে?