
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্রাকের উদ্যোগে সোনাইমুড়ী উপজেলায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে লার্ভা ধ্বংস করা, মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন—পৌরসভা সচিব মোশতাক আহমেদ তালুকদার, স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল আলম, ব্রাকের যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অফিসার শিল্পী দাশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার সুদীপ্ত নাথ, যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির ফিল্ড অর্গানাইজার মো. শাহজালাল, মো. সুমন, মো. শাহজাহান ও সুমন সরেণ।
এছাড়া রেড ক্রিসেন্ট সোনাইমুড়ী শাখার দলনেতা মো. শাহাদাত হোসেন ও তাঁর দলের সদস্যরা অংশ নেন।
অভিযানের স্পট নির্ধারণ করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা,সোনাইমুড়ী বাজারস্থ কসাইখানা,রৌশন কমিউনিটি সংলগ্ন এলাকা,নাদু কেরাণী বাড়ীস্থ এলাকা সহ বাজারের বিভিন্ন স্থান।