
জাতীয় নিশান প্রতিবেদক: ৭১ এর স্বাধীনতার চেতনাকে লালন করে আগামী দিনে আলোকিত ও নৈতিকতা সম্পন্ন সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু। নোয়াখালীর বেগমগঞ্জের জমিদার হাট বি এন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সদ্য পদোন্নতি প্রাপ্ত সমাজ কল্যান মন্ত্রনালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ শওকত উল্যাহ চৌধূরীর সভাপতিত্বে এ সময় রহমান গ্রুপের চেয়ারম্যান সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর আলম জনি, স্কুলের এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হানিফ, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, সমাজসেবী শাহ জালাল উদ্দিন লিটন, ডাক্তার মোক্তার হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
এ বিভাগের আরো খবর....