শিরোনাম :
নোয়াখালীতে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিবসহ গুনীজনদের সংবর্ধনা নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর নানা অপকর্মের হোতা ডা: শর্মিষ্ঠা দে অবশেষে বেগমগঞ্জ থেকে বদলী  চৌমুহনীতে অগ্মিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি    বেগমগঞ্জে উদ্ধার অজ্ঞাত লাশের পরিচয় মিলেনি কবিরহাটে পুরুষ, মহিলা ভোট কেন্দ্র পৃথকীকরণের প্রতিবাদে সংবাদ সন্মেলন বেগমগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ৭১ এর স্বাধীনতার চেতনাকে লালন করে আগামী দিনে আলোকিত সমাজ গড়তে হবে-বরকত উল্যাহ বুলু সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগে নোয়াখালী ওয়ারিয়র্স দলের জার্সি উন্মোচন সোনাইমুড়ীতে ব্রাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

ঈদ বিনোদনের জন্য প্রস্তুত গ্রীন পার্ক

  • আপডেট সময় : শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩
  • 2509 পাঠক

ইয়াকুব নবী ইমন:
বিনোদনের জন্য প্রস্তুত নোয়াখালীর বিনোদন কেন্দ্র গ্রীন পার্ক। ইতিমধ্যে পার্কের অভ্যান্তরে নানা সাজসর্জা ও বিনোদন সামগ্রী যোগ করা হয়েছে। সব বয়সের মানুষের জন্য এখানে বিনোদনের ব্যবস্থা রয়েছে। আছে হোটেল ও রেস্টুরেন্টও। বিনোদন ও ভ্রমন পিপাসুরা এখানে আসলে ভালো সময় কাটবে।
জানা গেছে, নোয়াখালীর বিনোদন প্রেমি ও ভ্রমন পিপাসু সব বয়সের মানুষের কথা চিন্তা করে শিল্পপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ২০২২ সালে গ্রীন পার্কটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ঈদে মানুষদের আনন্দ ও বিনোদন দিতে প্রস্তুত সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের কাশিপুর বাজারের উত্তর ও সাতারপাইয়া বাজারের দক্ষিণ পাশে অবস্থিত গ্রীন পার্কটি। পার্কটি সাজানো গোছানো প্রায় শেষ। এখন দর্শনার্থীদের অপেক্ষায় রয়েছে পার্ক কর্তৃপক্ষ। বিনোদন প্রেমি ও ভ্রমন পিপাসুদের কথা চিন্তা করে পার্কটিতে যুক্ত করা হয়েছে নতুন নতুন বিনোদন সরঞ্জাম। প্রত্যান্ত গ্রামাঞ্চলে হলেও পার্কটি ঢাকা-চট্টগ্রামের বিনোদন কেন্দ্রের আদলে তৈরী করা হচ্ছে। নানা রকম রাইডের পাশাপাশি প্রকৃতি ও প্রাণির ছবি বিনোদন ও ভ্রমন পিপাসুদের আরো বেশি আনন্দ দিবে। পার্কের পাশাপাশি এখানে হোটেল এন্ড রেস্টুরেন্টও রয়েছে। এখানে দর্শনার্থীদের জন্য নানা সু-সাধু খাবার সরবরাহ করা হয়।
গ্রীন পার্কের ম্যানেজার আজমল হক জানান, ঈদে বিনোদন প্রেমিদের গ্রহন করতে সব রকমের প্রস্ততি আমরা নিয়েছি। সব বয়সি মানুষের বিনোদনের জন্য যোগ করা হয়েছে নতুন নতুন বিনোদন সরঞ্জাম। শিশুদের জন্য রয়েছে আলাদা ইভেন্ট। নতুন করে তোলা হচ্ছে পার্কের দৃশ্যপট। সব বয়সের মানুষ এখানে এসে বিনোদন পাবে বলে আশা করছেন আজমল হক। তিনি স্বপরিবারে সবাইকে পার্কটিতে এসে ঘুরে যাওয়ার আহবান জানান।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....