জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে রাস্তার পাশে বালু, সিমেন্ট, পাথর, ইট ইত্যাদি রেখে মানুষ ও যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত গতকাল উপজেলার চৌমুহনী-ফেনী মহাসড়কের সুরোগো পোল ও সেতুভাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালনা করেন। এ সময় রাস্তার উপর বালু রাখে প্রতিবন্ধকতার সৃষ্টি করার অপরাধে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দুইজনকে মোট ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় ও ১০৮০ ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উল্লেখিত স্থানে একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে।
গুরুত্ব বিবেচনায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত।
Leave a Reply