জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পাচ্ছে আরো অর্ধশত ভূমিহীন-গৃহহীন পরিবার। আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ের নির্মিত ঘর উদ্বোধন এবং উপকারভোগীদের মাঝে হস্তান্তর বিষয়ে প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং কালে উপজেলা নির্বাহী অফিসার ইয়াছির আরাফাত এ তথ্য জানান। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রধানমন্ত্রী আগামী ৯ আগস্ট ৪র্থ পর্যায়ের সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এর মধ্যে বেগমগঞ্জ উপজেলায় আমানউল্যাহপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের আওতায় অর্ধশত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে।
ইউএনও আরো বলেন, বাংলাদেশে ১ জনও গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে গৃহহীনদের ঘর বানিয়ে দেওয়ার কাজ চলমান আছে। তার ধারাবাহিকতায় ৪র্থ পর্যায়ে বেগমগঞ্জ উপজেলার গৃহহীন পরিবারের মাঝে ঘর বুঝিয়ে দেওয়া হবে। বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে গৃহহীন পরিবারের হাতে তুলে দিবেন৷
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহমেদ উল্যাহ সবুজ, উপজেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন আজাদী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গাউছুল আজম পাটোয়ারী, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, সমাজসেবা অফিসার সহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply