দূর্গাপূজাকে সামনে রেখে বেগমগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ

  • আপডেট সময় : বুধবার, অক্টোবর ১১, ২০২৩
  • 291 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদকঃ নোয়াখালীর বেগমগঞ্জে শারদীয় দূর্গোৎসব ২০২৩ উপলক্ষে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টায় বেগমগঞ্জে চৌমুহনী পৌর অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এই সামাজিক সম্প্রীতি সমাবেশের আয়োজন করে। নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম, নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেগমগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ডাঃ এবিএম জাফর উল্লাহ, চৌমুহনী পৌরসভার মেয়র মোঃ খালেদ সাইফুল্লাহ, বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন বাঙ্গালী, নোয়াখালী জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর সিংহ, সাধারন সম্পাদক রতন কৃষ্ণ পাল, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি, বাবু বিনোয় কিশোর রায়, নোয়াখালী জেলা ট্রাষ্টি পাপ্পু সাহা, বেগমগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি অরবিন্দ পাল আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান আনসারী, চৌমুহনী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাতসহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন দূর্গাপূজার সময় যে কোন নাশকতা এড়াতে সবাইকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য গত ২০২১ সালে শারদীয় দূর্গোৎসবে বেগমগঞ্জের চৌমুহনীতে বিভিন্ন জায়গায় একযোগে ১০ টি পূজা মন্ডপে হামলা হয়। এ হামলায় ২ জন নিহত ও দু’শতাধিক লোক আহত হয়। এ প্রেক্ষিতে আইন শৃংঙ্খলা ও সামাজিক সম্প্রতি রক্ষায় এ সমাবেশের আয়োজন করা হয়। ২০২৩ সালে চৌমুহনী পৌসভায় ১১ টি, বেগমগঞ্জ থানায় অনান্য স্থানে ১৪ টি এবং নোয়াখালী জেলায় মোট ১৮৫ টি স্থানে শারদীয় দূর্গোপূজা অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *