মদিনা বাজার যুব সমাজের উদ্যোগে যুবকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
  • 1006 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক ঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর মদিনা বাজারে ঐতিহ্যবাহী মদিনা বাজার সর্বস্তরের যুবকদের সম্মানে মদিনা বাজার যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়।
গত ১৪ই রমজান তথা ২৫ মার্চ এই ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় মদিনা বাজার যুব সমাজের সদস্য মোঃ মাসরুর এর কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টান শুরু হয়। এতে শুভেচ্ছা বক্তব রাখেন দারুল আমান মাদ্রাসার সহকারী প্রধান মোজ্জামেল হক মিশন। এছাড়াও আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা নিশাত, নুর কচি, ডুবাই প্রবাসী নুরুল ইসলাম রুবেল, আব্দুল আউল জহির ও বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোঃ আবু ফয়সাল সহ অনেকে।

যুব সমাজের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান সুমন বক্তব প্রদান করেন। অনুষ্টানে বক্তারা যুবকদের কে ভালো কাজে এগিয়ে আসার জন্য উৎসাহ প্রদান করেন এবং দল মত নির্বিশেষে সবাই কে মিলে মিশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।ইফতার মাহফিল টি সর্বস্তরের যুবকদের উপস্থিতে এক মিলন মেলায় রুপ নেয়। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন পিয়াম, যুবদল নেতা আব্দুর রহিম, সিয়াম, নাজমুল কাজী, রাকিব ও যুব সমাজের সদস্য হাবিব মারুফ, আসিফ, রিহাম, মিহির,লিংকন, আরাফাত, অপূর্ব, আবরার, মেহরাজ, রাহাদ,প্রান্ত রিদন, সহ আরো অনেকে। হাফেজ আব্দুর রহমানের দোয়া পরিচালনার মাধ্যমে ইফতার অনুষ্টান শেষ হয়।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *