জাতীয় নিশান প্রতিবেদক: “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবা “ এই প্রতিপাদ্যে নোয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদের সামনের সড়কে র্যালী শেষে উপজলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাইগ্রেশন ফোরাম বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি গোলাম মহি উদ্দিন নসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার নাছরুল্লাহ আল মাহমুদ, সহকারী শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, মাইগ্রেশন ফোরামের সহ-সভাপতি ও বাংলা টিভির নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমন, ব্র্যাকের বেগমগঞ্জ সমন্বয়ক সাখাওয়াত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো খবর....
Leave a Reply