
কবিরহাট ( নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী কবিরহাট উপজেলায় চাপরাশিরহাট ইউনিয়নে ৭ ও ৮ ওয়ার্ডের মহিলা ভোটার নতুন কেন্দ্র মৌলভী মুকবুল উচ্চবিদ্যালয়ে পুরুষ ভোটার সাবেক কেন্দ্র চাপরাশিরহাট স্কুল কেন্দ্র করার প্রতিবাদে ২ রা নবেম্বর বিকেল ৫ টায় মৌলভী মুকবুল উচ্চবিদ্যালয় মাঠে স্হানীয় জনগন সংবাদ সম্মেলন করেন,সন্মেলনে বক্তব্য রাখেন উক্ত স্কুলের সাবেক শিক্ষক উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহব্বায়ক আহছানউল্লা বিএসসি ও চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি জহির উদ্দিন জহির, বক্তারা বলেন, আমরা ৭ নং ও ৮ নং ওয়ার্ডের ভোটারদের স্বার্থে জেলা নির্বাচন কমিশনে আবেদন করে ৪ কিলোমিটার দূরে চাপরাশিরহাট কেন্দ্র হতে মৌলভী মুকবুল উচ্চবিদ্যালয়ে জাতীয় নির্বাচনে নতুন কেন্দ্র নিয়েছি,পরিতাপের বিষয় কিছু স্বার্থন্বেষী মহল নির্বাচন কমিশনে অভিযোগ দিয়ে সাত ও আট নং ওয়ার্ডের পুরুষ ভোটার পূর্বের চাপ্রাশিরহাট কেন্দ্রে নিয়ে যায়, যাহা আগামী জাতীয় নির্বাচনে ভোটারদের মাঝে জনদুর্ভোগের সৃষ্টি হবে, তাই আমাদের দাবি আগামী জাতীয় নির্বাচনে ৭ ও ৮ ওয়ার্ডে পুরুষ ও মহিলা যেন মৌলভী মুকবুল উচবিদ্যালয় কেন্দ্র ভোট দিতে পারে, এ ব্যাপারে নোয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাদেকুর ইসলাম বলেন কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়ন ৭ ও ৮ নং ওয়ার্ডের জনগণের পক্ষে জাহিদুল হক ও আবদুল কবির আগামী জাতীয় নির্বাচনে উক্ত ওয়ার্ডসংলগ্ন মৌলভী মুকবুল উচবিদ্যলয়ে নতুন কেন্দ্র দেওয়ার জন্য আবেদন করেন যার পরিপ্রেক্ষিতে সরজমিনে তদন্ত করে, পূর্বের চাপরাশিরহাট কেন্দ্রের ৭ ও ৮ ওয়ার্ডের মহিলা ভোটারের জন্য মৌলভীমুকবুল উচ্চ বিদ্যালয় নির্ধারণ করা হয়,এখন এ নিয়ে কেউ অভিযোগ থাকলে আমাদের নিকট আবেদন দিতে পারে।