শিরোনাম :
 বেগমগঞ্জে  প্রাণী সম্পদ প্রদর্শীর উদ্বোধন নোয়াখালীতে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিবসহ গুনীজনদের সংবর্ধনা নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর নানা অপকর্মের হোতা ডা: শর্মিষ্ঠা দে অবশেষে বেগমগঞ্জ থেকে বদলী  চৌমুহনীতে অগ্মিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি    বেগমগঞ্জে উদ্ধার অজ্ঞাত লাশের পরিচয় মিলেনি কবিরহাটে পুরুষ, মহিলা ভোট কেন্দ্র পৃথকীকরণের প্রতিবাদে সংবাদ সন্মেলন বেগমগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ৭১ এর স্বাধীনতার চেতনাকে লালন করে আগামী দিনে আলোকিত সমাজ গড়তে হবে-বরকত উল্যাহ বুলু সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগে নোয়াখালী ওয়ারিয়র্স দলের জার্সি উন্মোচন

নানা অপকর্মের হোতা ডা: শর্মিষ্ঠা দে অবশেষে বেগমগঞ্জ থেকে বদলী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
  • 190 পাঠক
জাতীয় নিশান প্রতিবেদক:
নানা অনিয়ম, দূর্নীতি ও অপকর্মের হোতা নোয়াখালীর বেগমগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা: শর্মিষ্ঠা দে কে অবশেষে বদলী করা হয়েছে। তাকে বদলী করায় অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে আনন্দের জোয়ার বইছে ও স্বস্তি বিরাজ করছে অফিসে। দীর্ঘদিন তার বিরুদ্ধে সরকারি গাড়ি আত্মীয় স্বজনের বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন স্থানে  নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। অফিসের কর্মচারীকে দিয়ে তার বাচ্চাকে স্কুলে আনা নেয়া করা, বাসার বাজার করাসহ বিভিন্ন কাজ করাতেন। ডাক্তার শর্মিষ্ঠা  দে সব সময় সহকর্মীদের সাথে দুর্ব্যবহার করতেন। তনি সরকারি স্বাস্থ্য প্রকৌশলের ঠিকাদারদের কাছ থেকে বিভিন্ন ভাবে কমিশন আদায় করতেন। তিনি একজন ব্যক্তি সরকারি অফিসের দুইটি রুম নিজে দখল করে রেখেছেন। যেখানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যারা রাতে ডিউটি করে তারা  রেস্ট নেয়ার কথা । অথচ তিনি নিজেই দখল কওে রেখেছেন সেই দুইটি রুম। এই অনিয়মগুলো দীর্ঘদিন ধরে চলে আসলেও ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সময় তৎকালীন নোয়াখালী উপপরিচালক দুর্নীতিবাজ মো: জহিরুল ইসলামের আশ্রয় প্রশ্রয় পেয়ে তিনি বেপরোয়া ছিলেন। ডাক্তার শর্মিষ্ঠা  দে’র  স্বাচিপ  নেতাদের সাথে ভালো সম্পর্ক থাকায় কাউকে তোয়াক্কা করতেননা। তিনি  অফিসের পরিবার পরিকল্পনা কর্মকর্তার দ্বায়িত্বে থাকা অবস্থায় নন-ক্লিনিক সাইডের সকল টাকা ভুয়া ভাউচার দিয়ে উত্তেলন করে নিজেই আত্মসাত করতেন। নন-ক্লিনিকের ফার্নিচারের বরাদ্দ দিয়ে নিজের রুম সাজিয়েছেন, যা সম্পুর্ন বেআইনি। অফিস সহকারীদের কাছ থেকে তিনি সকল টাকা নিয়ে অফিসের জন্য নিজে কেনাকাটা করবেন বলে পরবর্তিতে কেনাকাটা না করে সেই টাকা আত্মসাত করতেন। এদিকে গুঞ্জন রয়েছে বদলী হওয়ার পর তিনি আবার  বেগমগঞ্জ উপজেলায় আসার জন্য বিভিন্ন তদবির করছেন। এমন খবরে অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নাম প্রকাশে অনিশ্চুক একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, আমারা উনার কাছে জিম্মি ছিলাম। সব সময় আদাদের সাথে অস্বদাচরণ করতেন তিনি। বাসার কাজ আমাদের দিয়ে করাতেন। সরকারী গাড়ি নিয়ে বিভিন্ন স্থানে ব্যক্তিগত কাজে ঘুরে বেড়াতেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত বেগমগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার শর্মিষ্ঠা  দে’র মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....