শিরোনাম :
নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির সভাপতিকে ফুলের শুভেচ্ছা সেনবাগের নতুন নির্বাহী অফিসার মো: মহিন উদ্দিন  সৌদি আরবের মক্কায় জেনিথ লাইফ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত সুবর্ণচরে এক শিশুর দায়ের আঘাতে আরেক শিশুর মৃত্যু নোয়াখালীতে পৃথক ঘটনা-দূর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ বেগমগঞ্জে বসত ঘরে হামলা, ভাংচুর, মামলা করায় প্রাণ নাশের হুমকি অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের ব্যবস্থা না করে নতুন খেলায় মেতে উঠেছে-রুহুল কবির রিজভী বেগমগঞ্জে নিরিহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা, আহত ২ উপদেষ্টা আসফি মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে সুইজারল্যান্ড প্রবাসীদের মতবিনিময় সভা সোনাইমুড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নোয়াখালীতে পৃথক ঘটনা-দূর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬

  • আপডেট সময় : রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
  • 268 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালী গত ২৪ ঘন্টায় পৃথক ঘটনা-দূর্ঘটনায় নারী ও শিশুসহ ৬ জন নিহত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় এই নিহতের ঘটনাগুলো ঘটে। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করেছে।
বেগমগঞ্জে শিশুর মৃত্যু: বেগমগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে নিহতের আপন ছোট বোন আঁখি (৭) গুরুতর আহত হয়।
নিহত আইরিন (১৩) উপজেলার ছয়ানী ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মো.বাবুলের মেয়ে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার জিরতলী চৌরাস্তা টু চন্দ্রগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আইরিন ও তার ছোট বোন আঁখি সিএনজি চালিত অটোরিকশা যোগে চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকা থেকে আমানউল্লাহপুর ইউনিয়নের আমিনবাজারের উদ্দেশে রওয়ানা দেয়। যাত্রা পথে চৌরাস্তা টু চন্দ্রগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁঁছলে বিপরীত দিক থেকে আসা বাস তাদের সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে আপন দুইবোন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইরিনকে মৃত ঘোষণা করে। অপরদিকে, নিহতের ছোট বোন আঁখিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়। পুলিশ বাসটি চিহিৃত করার চেষ্টা চালাচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডাক্তার দেখাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু: নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম নুরজাহান বেগম (৪৫)। তিনি উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার মো.জাহাঙ্গীরের স্ত্রী।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পৌনে ৪টার দিকে রেইলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে নিজ বাড়ি থেকে নুরজাহান বেগম ডাক্তার দেখানোর জন্য চৌমুহনী বাজারে যায়। ভিকটিম চৌমুহনী পৌরসভার ফেনী টু নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রেলগেইট এলাকায় দিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বেগমগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সেনবাগে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত: সেনবাগে মোটর সাইকেল চাপায় মোহাম্মদ মুসলিম মিয়া (৬৫) নামের এব বৃদ্ধ নিহত হয়েছে। নিহত মুসলিম মিয়া উপজেলার কাবিলপুর ইউপির ৬নং ওয়ার্ড শায়েস্তানগর গ্রামের দানিজ বাড়ির মমতাজ মিয়ার ছেলে।
শনিবার (১৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে মুসলিম মিয়া ফেনী-নোয়াখালী মহাসড়কের হাজনী খাল এলাকা থেকে বাড়ি ফেরার পথে দ্রুত গতির একটি মোটরসাইকেল ঢাকা মেট্রো-ল-৫৪২১৫৪ মুসলিম মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এময় স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর রহমান রাত সোয়া ৮টার সময় জানান,বিষয়টি কেউ থানায় অবহিত করেনী।

সেনবাগে বিদ্যুৎ স্পুষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু: সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আবু বক্কর প্রকাশ সাজিদ (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত সাজিদ উপজেলার ৬নং কাবিলপুর ইউপির ৫নং ওয়ার্ড আজিজপুর গ্রামের ইসমাইল টেন্ডল বাড়ি (বটের বাড়ির)জালাল উদ্দিন প্রকাশ ঝন্টুর ছেলে। সাজিদ কাবিলপুর মুকসুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১০টারদিকে সাজিদ নিজ বসতঘরে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধনতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। এ সময় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সকাল ১০টার সময় নিজ বাড়ির দরজায় নামাজের জায়নাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি)এসএম মিজানুর রহমান জানান এ বিষয়ে কেউা থানায় অবহিত করেনী।

সেনবাগে কিশোরের রহস্যজনক মৃত্যু: সেনবাগে নানা বাড়িতে বেড়াতে এসে মাইন উদ্দিন (১৪) নামের এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির ৬নং ওয়ার্ড সুরুজ মিয়ার বাড়িতে। নিহত মাইন উদ্দিনের বাড়ি সিলেটে তার পিতার নাম জুয়েল। গত তিনদিন আগে সে সিলেট থেকে নানার বাড়ি সেনবাগের শায়েস্তানগর সুরুজ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। এরপর শুক্রবার দুপুরে সে মসজিদে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষন পর এক প্রতিবেশী মাইন উদ্দিনের মৃতদেহ বাড়ির পাশ্ববর্তী বাঁশ ঝাড়ে ঝুলতে দেখে চিৎকার দিলে লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। এরপর সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে ঝুলন্ত লাশ নামিয়ে সুরাতহাল রিপোর্ট তৈরী করে লাশের ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের নানী নুরজাহান বলেন,তার নাতী মোঃ মাইন উদ্দিন তিনদিন আগে সিলেট থেকে সেনবাগের তাদের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে নামাজে যাবার কথা বলে ঘর থেকে বের হয়। এরপর তার লাশ পাশ্ববর্তী বা৭শ ঝাড়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার নাতীর মানুষিক সমস্য রয়েছে বলে তিনি জানান।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলে,লাশ উদ্ধার করে ময়ণাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তে রির্পোট হাতে পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।
সেনবাগে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু:
সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের পুকুরের পানিতে ডুবে সাফওয়ান হোসেন (২) নামেরর এক শিশু মারা গেছে। নিহত সাফওয়ান উপজেলার কাবিলপুর ইউপির ২নং ওয়ার্ডের কড়া হাজ্বী চৌকিদার বাড়ির সাকিব হোসেন প্রকাশ সজিবের ছেলে।শুক্রবার দুপুর ২টার দিকে পরিবারের লোকজন রান্নার কাজে ব্যস্ত থাকায় শিশুটি পরিবারের অজান্তে খেলা করতে ঘর থেকে বের হয়ে পাশ্ববর্তী পুকুরের পানিতে ডুবে মারা যায়। দীর্ঘক্ষনেও শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজিরএক পর্যায়ে পুকুরের পানিতে মরদেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।তার মৃত্যুথে পরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এব্যাফারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি)এসআমে মিজানুর রহমান জানান, এবিষয়ে থানায় কেউ অবহিত করেনী।

 

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *