শিরোনাম :
ঈদে বিনোদন প্রেমিদের জন্য নতুন সাজে নোয়াখালীর গ্রীণ পার্ক দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রন ও শান্তি প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই।-ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন চট্টগ্রামে মাওলা আলী রাদিআল্লাহু আনহুর মহান শাহাদাত দিবস উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামে বদর দিবস উপলক্ষে সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত ঘাস কাটতে গিয়ে মিলল তরুণের অর্ধগলিত লাশ ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোনাইমুড়ীতে  চাঁদার দাবীতে ব্যবসা প্রতিষ্ঠােনে হামলার প্রতিবাদে  ও জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সোনাইমুড়ীতে প্রবাসী শাহাদাত হোসেন ভুইয়ার ম্যানেজারের ওপর সন্ত্রাসী হামলা, হত্যার ভয়ভীতি প্রদর্শন. আতংকে নিরীহ পরিবার ও স্বজনরা নোয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, হামলা, ভাংচুরের ঘটনায় যুবক গ্রেফতার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর আমন্ত্রনে বিশেষ অনুষ্ঠানে সোনাইমুড়ীর ক্যাপ্টেন গোলাম কিরবিয়া

ঈদে বিনোদন প্রেমিদের জন্য নতুন সাজে নোয়াখালীর গ্রীণ পার্ক

  • আপডেট সময় : শনিবার, মার্চ ২৯, ২০২৫
  • 79 পাঠক

ইয়াকুব নবী ইমন: এই ঈদে বিনোদন প্রেমিদের জন্য নতুন সাজে সাজানো হয়েছে নোয়াখালীর সোনাইমুড়ীর গ্রীণ পার্ক। ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন পার্কের আদলে নির্মিত পার্কটি এ এলাকার মানুষের অল্প খরচে বিশেষ করে শিশু কিশোরদের মানসিক, শারিরীক বিকাশে ও আনন্দ বিনোদনে ভূমিকা রাখবে বলে মনে করেন অভিভাবক ও  পার্ক কর্তৃপক্ষ।
সরেজমিন গিয়ে দেখা যায়, সোনাইমুড়ী উপজেলার বারোগাঁও ইউনিয়নের কাশীপুর  বাজার সংলগ্ন বিশাল জায়গার ওপর নির্মিত হয়েছে গ্রীণ পার্কটি। প্রতিদিন নানা বয়সী শিশু কিশোররাসহ তাদের অভিবাবকরা আসেন এ পার্কে। এছাড়া নানা বয়সি মানুষ অবসর সময়ে এ পার্কে আসেন বেড়ানোর জন্য। ঢাকা-চট্রগ্রামের বিভিন্ন নামী দামি বিনোদন পার্কের আদলেও এ গ্রীণ পার্ক তৈরী করা হয়েছে। এখানে রেেয়ছে ডিসকভার. ড্রপ টাওয়ার, ম্যারি গো রাউন্ড,টু-স্টার,ওয়াটার বোট, নাগর দোলা, বাম্পার কার, হানি সুইং চেয়ার, স্লিাপার ও ম্যাজিক বোট।  নোয়াখালীতে এটি সবচেয়ে বড় বিনোদন পার্ক। স্বল্প মুল্যে শিশুদের নিয়ে এ পার্কে বিনোদন নিতে পারায় খুশী অভিভাবকরা।  আর শিশুরাও পার্কে এসে নানা রকমের রাইডারে উঠতে পেরে ও  দেখে খুব খুশী। শুধু নোয়াখালী নয়, বৃহত্তর নোয়াখালীর ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার বিনোদন প্রেমী পার্কটিতে ঘুতে আসেন।
তবে ঈদকে সামনে রেখে এ পার্কে বসানো হয়েছে নতুন নতুন আরো বেশ কয়েকটি রাইডার। শিশু ও অভিভাবকদের বিনোদনের কথা চিন্তা করে পার্ক কর্তৃপক্ষ ৫০ থেকে ১০০ টাকার মধ্যে বিভিন্ন রাইডারে চড়ে যাতে সবাই আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
একাধিক দর্শনার্থী জানান, নিজেদের এলাকায় এমন একটি বিনোদন পার্ক থাকায় অনেক ভালো হয়েছে। ইচ্ছে হলেই ছেলে-মেয়ে ও পরিবার পরিজন নিয়ে এখানে এসে ঘুরা যায়। পরিবেশ ও নিরাপত্তাও খুব ভালো। সড়কের পাশে হওয়ায় যাতায়াতেও সমস্যা নেই।
নোয়াখালী গ্রীণ পার্কের ম্যানেজার আজমল হোসেন জানান, সবাই শিক্ষা ও বিনোদনের জন্য শহরমুখী। গ্রামীন পর্যায়ে এগুলোর ব্যবস্থা নাই। এ বিষয়টি মাথায় রেখে শিল্পপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক প্রত্যন্ত গ্রামে সাধারন মানুষের বিনোদনের জন্য এই পার্কটি নির্মাণ করেন। বিনোদনের পাশাপশি এখানে দুরের দর্শনার্থীদের জন্য আবাসিকে থাকার ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। এবার ঈদের মানুষের বিনোদন জোগাতে পার্কটি অন্যতম ভূমিকা রাখবে বলে মনে করেন ম্যানেজার আজমল হোসেন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *