শিরোনাম :
নোয়াখালীতে গুলি,ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার  ৯৯৯ এ কল করে সহায়তা চেয়ে উল্টো হয়রানির শিকার প্রবাসীর পরিবার এই জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে: ডা.শফিকুর রহমান  বেগমগঞ্জে জামায়াতের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে টিন বিতরন সোনাইামুড়ীতে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ নোয়াখালীতে ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় সাইকেল উপহার নোয়াখালীতে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট নোয়াখালীতে বিমানবন্দরের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি আমাদের দেশে এখন সু-সময় যাচ্ছে-ডিসি নোয়াখালী সোনাইমুড়ীতে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তারের পর হাসপাতালে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

বেগমগঞ্জে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
  • 889 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত রাতে উপজেলার আলাইয়ারাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আমানউল্যাহপুর গ্রামের আহন বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, আলাইয়ারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের সহ সভাপতি আহন বাড়ির ডাক্তার নুর হোসাইন মিয়ার বসত ঘরের পাশে রান্না ঘরে গভীর রাতে  অজ্ঞাত দৃর্বৃত্তরা আগুল ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে চড়িয়ে পড়ে। আগুন দেখে স্থানীয়রা এগিয়ে আসে এবং বাড়ির লোকজনসহ সকলের সহযোগীয়তায় প্রায় ২ ঘন্টা পর আগুন নিভাতে সক্ষম হয় তারা। ততক্ষনে আগুনে পুরো রান্না পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ করেছেন ডাক্তার নুর হোসাইন।
এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় ডাক্তার নুর হোসাইনের ছেলে মাহবুবুর রহমান অজ্ঞাত দৃর্বৃত্তদের আসামী করে অভিযোগ দায়ের করেছেন।  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জামায়াত নেতা ডাক্তার নুর হোসাইন ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের বিচার দাবী করেছেন। একটি মহল এলাকার পরিবেশকে অস্থিতিশীল করতে এমন ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রাও অভিযোগ করেছে। এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবী করেছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *