সম্প্রতি জাতীয় দৈনিক দেশ রূপান্তর ও স্থানীয় দৈনিক নোয়াখালী সময় পত্রিকায় সুগন্ধা পূর্বাঞ্চল বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি পরিচয়ে হাজী আইয়ুব নবী যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ করেছেন নোয়াখালী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির (টিও নং-১৫৬/৫) নেতৃবৃন্দ।
এক প্রতিবাদ পত্রে সমিতির সভাপতি মো: মোস্তফা ইবকাল ও সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন জানান, সুগন্ধা পূর্বাঞ্চল বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি পরিচয়ে হাজী আইয়ুব নবী বিভিন্ন মিডিয়ায় বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করেন। এতে করে আমাদের নোয়াখালী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা বিব্রত। মুলত তাঁর সাথে আমাদের সংগঠনের কোন সম্পৃক্ততা নেই। নোয়াখালী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নামে খন্দকার এনায়েত উল্যাহ, মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি গত ১৮-০৭-২০২২ইং তারিখে, বাসপমাস/৩৭ নং স্মারকে স্বাক্ষরের মাধ্যমে অনুমোদন দেন। যার কার্যলয়, চৌমুহনী মদন মোহন স্কুল মার্কেট, ফেনী রোড, চৌমুহনী, নোয়াখালী।
কথিত সুগন্ধা পূর্বাঞ্চল বাস ও মিনিবাস মালিক সমিতির নামে কোন সংগঠন নেই। এমতাবস্থায়, আমরা বিভিন্ন পত্রিকায় উক্ত বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ¬¬¬
ভবিষ্যতে কেউ এমন কর্মকান্ড ঘটালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হচ্ছে।
Leave a Reply