শিরোনাম :
অর্থ আত্মসাত মামলার আসামি যুবলীগ নেতা হাজি মো: সেলিমের সহযোগী গ্রেফতার নোয়াখালীতে পৃথক ঘটনায় যুবলীগ নেতা গৃহবধু প্রবাসী স্কুলছাত্রসহ নিহত ৬  ফিলিস্তিতে গণহত্যার প্রতিবাদে সোনাইমুড়ীতে বিক্ষোভ মিছিল   বেগমগঞ্জে অবসর প্রাপ্ত সেনা সদস্যের বসত ঘরে আগুন নোয়াখালীতে ৯৯ ব্যাচেরপুনর্মিলন ও প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন  ঈদে বিনোদন প্রেমিদের জন্য নতুন সাজে নোয়াখালীর গ্রীণ পার্ক দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রন ও শান্তি প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই।-ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন চট্টগ্রামে মাওলা আলী রাদিআল্লাহু আনহুর মহান শাহাদাত দিবস উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামে বদর দিবস উপলক্ষে সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত ঘাস কাটতে গিয়ে মিলল তরুণের অর্ধগলিত লাশ

নোয়াখালীতে ঘনবসতি এলাকায় ইটভাটা , দূষিত হচ্ছে পরিবেশ, হুমকির মুখে জনস্বাস্থ্য

  • আপডেট সময় : রবিবার, জানুয়ারি ১২, ২০২৫
  • 446 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর কবিরহাট উপজেলার ভুঁইয়ার হাট বাজারের পূর্ব পাশে ঘনবসতি পূর্ন এলাকায় গড়ে উঠেছে একতা ইট ভাটা। এখানে প্রকাশ্যে গাছ পুড়িয়ে ইট তৈরী করায় আশপাশের পরিবেশ মারাত্মক ভাবে দুষিত হচ্ছে। এতে জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে। দ্রæত অভিযান চালিয়ে ইট ভাটটি পুরোপুরি বন্ধের দাবী জানিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, একতা ইট ভাটার মালিক আনোয়ার হোসেন মিরন জোরপূর্বক ফসলী জমি দখল করে ঘনবসতিপূর্ন এলাকায় ইটভাটাটি নির্মান করেছেন। ইট ভাটাটিতে প্রকাশ্যে গাছ পুড়িয়ে ইট তৈরী করা হয়। এতে  এলাকায় মারাত্মক পরিবেশ দূষন দেখা দিয়েছে। হুমকির মুখে রয়েছে জনস্বাস্থ্য। ইট ভাটাটি প্রধান সড়কের পাশেই অবস্থিত। ইটভাটার আশপাশে বসত বাড়ি-ঘর, স্কুল, মাদ্রাসা, সমজিদ, মোক্তবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ইট ভাটাটির সরকারী কোন অনুমতি নেই, নেই কোন পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র। অবৈধ এই ইট ভাটাটি বন্ধের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর পেক্ষিতে গত ২ ডিসেম্বর কবিরহাট উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও সেনা বাহিনী যৌথ অভিযান চালিয়ে ইট ভাটাটি বন্ধ করে দেন এবং এখানে ইট তৈরী না করতে মালিককে নির্দেশ দেন জেলা পরিবেশ অধিদন্তরের কর্মকর্তারা। কিন্তু গত ৪-৫ দিন থেকে ইট ভাটার মালিক পূনরায় সেখানে ইট তৈরীর প্রস্তুতি নিচ্ছেন। নতুন করে ইট তৈরীর সরঞ্জাম মজুদ ও চিমনি নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আমরা দীর্ঘদিন যাবত অবৈধ এই ইট ভাটাটি বন্ধের দাবী জানিয়ে আসলেও কোন কাজ হচ্ছেনা। বরং যারা ইট ভাটাটি বন্ধের জন্য দাবী জানিয়েছে তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি ও প্রান প্রান নাশের হুমকি দেয়া হচ্ছে। আমরা চাই গাছ বিনাশকারি ও পরিবেশ দুষনকারি এই অবৈধ ইটভাটাটি দ্রæত পুরোপুরি বন্ধ হোক।
এ বিষয়ে কথা বলতে ব্রিক ফিল্ডের মালিক আনোয়ার হোসেন মিরনকে পাওয়া যায়নি। একাধিক বার মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি।
কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন জানান, আমরা এটা একবার ভেঙ্গে দিয়েছি। কেউ আইনের উর্ধে নয়, এখন আবার অবৈধ ভাবে ইট তৈরী করতে গেলে আমরা আবার অভিযান চালিয়ে ভেঙ্গে দেবো।
নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল দত্ত জানান, একতা ইট ভাটটির সরকারী কোন অনুমোদন নেই। আমরাও ছাড়পত্র দেই নি। অবৈধ হওয়ায় সম্প্রতি আমরা অভিযান চালিয়ে এটি বন্ধ করে দিয়েছি। তারা আদালতে গিয়েছে। আদালত বলছে তিন মাসের মধ্যে সমাধান করতে। কিন্তু ইট তৈরী করার কোন অনুমতি আদালত দেয়নি। তারা যদি আমার ইট তৈরী করে, আমরা আবার অভিযান চালাবো।
নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, কবির হাটে যদি অবৈধ কোন ইট ভাটা থাকে তা ভেঙ্গে দেওয়া হবে।   পরিবেশ দুষণকারী ইট ভাটার বিরুদ্ধে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া রয়েছে। এ বিষয়ে কবির হাট উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলবেন বলেও জানান জেলা প্রশাসক।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *