শিরোনাম :
সোনাইামুড়ীতে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ নোয়াখালীতে ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় সাইকেল উপহার নোয়াখালীতে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট নোয়াখালীতে বিমানবন্দরের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি আমাদের দেশে এখন সু-সময় যাচ্ছে-ডিসি নোয়াখালী সোনাইমুড়ীতে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তারের পর হাসপাতালে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু নোয়াখালীতে ঘনবসতি এলাকায় ইটভাটা , দূষিত হচ্ছে পরিবেশ, হুমকির মুখে জনস্বাস্থ্য রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত সিরিয়ায় আসাদ সরকারের অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর হাতিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, ফিরোজ সভাপতি-ইব্রাহিম সম্পাদক

অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের ব্যবস্থা না করে নতুন খেলায় মেতে উঠেছে-রুহুল কবির রিজভী

  • আপডেট সময় : মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪
  • 180 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: বিএনপি’র সিনিয়র যুগ্ম মহা-সচিব এ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের ব্যবস্থার দিকে না গিয়ে ফ্যাসিষ্ট হাসিনার লোকজনকে পুর্নবাসনে ব্যস্ত রয়েছে। তাদের ষড়যন্ত্রের নতুন খেলা জনগণ বুঝে ফেলেছে। তাই এক মুহুর্ত দেরি না করে নির্বাচন দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে দূর্বার আন্দোলনের মাধ্যমে বিদায় করতে হবে।

তিনি মঙ্গলবার বিকেল ৩টায় চৌমুহনী রেলওয়ে ময়দানে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপি’র উদ্যোগে বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষ্যে এক সমাবেশে বক্তব্যে উক্ত কথাগুলো বলেন। এতে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি কামাখ্যা চন্দ্র দাস। সমাবেশ পরিচালনা করেন, উপজেলা বিএনপির সধারণ সম্পাদক ও চৌমুহনী পৌর বিএনপি’র সভাপতি জহির উদ্দিন হারুন। সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বরকত উল্যা ভুলু, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর হেলাল, জেলা বিএনপি’র সভাপতি গোলাম হায়দর বিএসসি, সাধারণ সম্পাদক এ্যাড. আবদুর রহমান, সদস্য শামিমা বরকত লাকিসহ অনেকে বক্তব্য রাখেন । এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল গনি চৌধুরী মান্না, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোরশেদুল আমিন ফয়সলসহ অনেকে উপস্থিত ছিলেন।

রিজভী আরো বলেন, ঘাতক, নিষ্ঠুর, রক্ত পিপাষু, শেখ হাসিনাকে সরাতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যাত্থান ঘটিয়ে যে আশা আকাঙ্খা নিয়ে বর্তমান অন্তবর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে তারা ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি শুরু করেছে। এতে জনগণ তাদেরকে কোন ভাবে এখন আর বিশ^াস করতে পারছেনা।

তিনি আরো বলেন, বিগত হাসিনা সরকারের সিন্ডিকেট গোপনে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মজুদ করে অবৈধ উপার্জন করলেও রহস্যজনক কারণে এই সিন্ডিকেটের বিরুদ্ধে এই সরকার ব্যবস্থা নিতে তালবাহানা করছে। তাই সবকিছুর একমাত্র সমাধান হবে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করা। সেজন্য অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে।

সাবেক মন্ত্রী বরকত উল্যা ভুলু বলেন, তারেক রহমানের নির্দেশে অতিতের মত বিএনপি যেকোন ত্যাগের প্রস্তুত আছে। গত ১৭ বছর দলের হাজার হাজার নেতাকর্মী গুম, খুন, অপহরনের স্বীকার হয়েছে। এজন্য ফ্যাসিষ্ট হাসিনা ও তার দোসরদেরকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় যেকোন আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *