শিরোনাম :
আমাদের দেশে এখন সু-সময় যাচ্ছে-ডিসি নোয়াখালী সোনাইমুড়ীতে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তারের পর হাসপাতালে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু নোয়াখালীতে ঘনবসতি এলাকায় ইটভাটা , দূষিত হচ্ছে পরিবেশ, হুমকির মুখে জনস্বাস্থ্য রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত সিরিয়ায় আসাদ সরকারের অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর হাতিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, ফিরোজ সভাপতি-ইব্রাহিম সম্পাদক বেগমগঞ্জে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ সেনবাগে বিয়ে মেনে না নেওয়ায মাযের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা টিকটক বানানোর কথা বলে তরুণীকে ডেকে দলবদ্ধ ধ”র্ষ”ণ, ভিডিও ধারণ।  বেগমগঞ্জে জাতীয় সমাজসেব দিবস পালিত 

নোয়াখালীতে দুই প্রবাসীর বাসা তছনছ লুটপাট

  • আপডেট সময় : বুধবার, ডিসেম্বর ২১, ২০২২
  • 1176 পাঠক

প্রতিনিধি: নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের গোপাই গ্রামের গাবতলী মোড় এলাকায় আবদুস সাত্তারের বাড়িতে দুই প্রবাসীর বাসা তছনছ ও লুটপাট করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালে এ ঘটনা ঘটে বলে জানান সৌদি আরব প্রবাসী ওমর ফারুক ও তার ভায়রা গোলাম মর্তুজার স্বজনরা। খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সৌদি আরব প্রবাসী ওমর ফারুক ও তার ভায়রা গোলাম মর্তুজার স্বজনরা জানান, শনিবার বিকালে তারা পারিবারিক কাজে বাসার দরজায় ও গেটে তালা লাগিয়ে গ্রামের বাড়িতে যায়। এই সুযোগে রাতের যে কোন সময় অজ্ঞাত দূর্বৃত্তরা বাড়ির বাউন্ডারী ওয়ালের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে দুটি ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা, ৭ ভরি স্বর্নালংকারসহ মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রোববার সকালে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় প্রবাসীদের স্বজন আবদুল সাত্তার বাদি হয়ে অজ্ঞাত দূর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু ঘটনার দুই দিন পার হলেও পুলিশ এখনো কোন দূর্বৃত্তকে সনাক্ত বা লুন্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি।
এদিকে ঘটনার পর থেকেই নিরাপত্তহীনতায় ভূগছে প্রবাসীর পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী। এর আগেও ওই এলাকায় অনেক চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও প্রবাসীর পরিবারের সদস্যরা ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষিদের চিহিৃত করার মাধ্যমে বিচারের দাবী জানিয়েছেন।
নোয়াখালী পৌর সভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জানান, ঘটনা জানার পর আমি নিজে ঘটনাস্থলে গিয়ে প্রবাসীর পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। দূর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওয়াত আনতে প্রশাসনকে বলেছেন বলেও তিনি জানান।
এ ব্যাপারে নোয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *