শিরোনাম :
নোয়াখালীতে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিবসহ গুনীজনদের সংবর্ধনা নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর নানা অপকর্মের হোতা ডা: শর্মিষ্ঠা দে অবশেষে বেগমগঞ্জ থেকে বদলী  চৌমুহনীতে অগ্মিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি    বেগমগঞ্জে উদ্ধার অজ্ঞাত লাশের পরিচয় মিলেনি কবিরহাটে পুরুষ, মহিলা ভোট কেন্দ্র পৃথকীকরণের প্রতিবাদে সংবাদ সন্মেলন বেগমগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ৭১ এর স্বাধীনতার চেতনাকে লালন করে আগামী দিনে আলোকিত সমাজ গড়তে হবে-বরকত উল্যাহ বুলু সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগে নোয়াখালী ওয়ারিয়র্স দলের জার্সি উন্মোচন সোনাইমুড়ীতে ব্রাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

এলডিপি নেতাকে না পেয়ে তার ভাইয়ের উপর হামলা, গুরুতর আহত

  • আপডেট সময় : রবিবার, এপ্রিল ১৩, ২০২৫
  • 857 পাঠক

জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুডীতে এলডিপি নেতাকে না পেয়ে তার ভাইকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জয়াগ বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও সরেজমিনে পরিদর্শন সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে জয়াগ কাঁচা বাজারে কেনা কাটা করতে আসেন জয়াগ গ্রামের মফিজ উল্যার ছেলে মোঃ আলা উদ্দিন। এ সময় পূর্বে থেকে উৎপেতে থাকা ১০-১২ জন মুখোশধারী সন্ত্রাসী তার উপর হামলার চালায়। হামলার সময় সন্ত্রাসীরা আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিতে থাকে। দস্তাদস্তিতে একজন হামলাকারীর মুখোশ খুলে যায়। হামলার নেতৃত্ব দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতা ও চিহ্নিত সন্ত্রাসী টিপু। হামলায় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-সস্ত্র ও লাঠি সোটা দিয়ে আলা উদ্দিনকে উপর্যুপরি আঘাত করে। এসময় তার মাথা, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে।তদন্ত সূত্রে জানা যায়, আলা উদ্দিনের ছোট ভাই মোঃ মাঈন উদ্দিন ২০১৭ সাল থেকে এলডিপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। ২০১৮ সালে ১নং ওয়ার্ডের প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ার পর তার উপর একাধিকবার হামলা চালানো হয়। ২০১৯ সালের পহেলা মে মাইন উদ্দিনের উপর আওয়ামী লীগের সন্ত্রীরা হামলা চালায়। তখন মাইন উদ্দিন গুরুতরভাবে আহত হয়। এরপর থেকে মাইন উদ্দিন পালিয়ে বেড়াচ্ছে।
সে দ্বন্দ্বের কারণে মাইন উদ্দিনকে না পেয়ে মোঃ আলা উদ্দিনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন আলা উদ্দিন।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....