জাতীয় নিশান প্রতিবেদক ঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অবৈধ করাতকল বন্ধে ১০টি লাইসেন্স বিহীন অবৈধ করাতকলকে জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
গত শনিবার (০২ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন মিয়া, বন বিভাগ ও বিদ্যুৎ বিভাগ এর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
ভারপ্রাপ্ত বন কর্মকর্তা এস.এফ.পি.সি সোনাইমুড়ী এ.এস.এম সামছুদ্দিন আহমেদ জানান, এই অভিযানে ১০টি অবৈধ করাতকলের মধ্যে ০১টি করাতকলকে ১৫০০০ টাকা এবং ০১টি করাতকলকে ৫০০০ টাকাসহ সর্বমোট ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ০৮টি করাতকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান পরিচালনাকৃত অবৈধ করাতকলগুলি হল, ছিদ্দিক স’মিল, কামাল স’মিল, হুমায়ুন স’মিল, বাকের স’মিল, জিন্নাহ স’মিল, বাশার স’মিল, নজীর স’মিল, হাজী স’মিল, ঢাকা স’মিল, জহির স’মিল। এর মধ্যে ছিদ্দিক স’মিল ও কামাল স’মিলকে উক্ত ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতে এমন অবৈধ কার্যক্রমের বিরূদ্ধে প্রশাসনিক অভিযান চালু থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
Leave a Reply