সোনাইমুড়ী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সোনাইমুড়ী রেলওয়ে স্টেশনের ৩০০ মিটার উত্তরে ডোবায় অচেতন অবস্থায় ভাসতে দেখে স্থানীয়রা। সেখান থেকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
জানা যায়, সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া গ্রামের মফিজ পাটোয়ারী বাড়ীর মফিজ পাটোয়ারীর ছেলে ও আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন দীর্ঘদিন থেকে রাজনীতি ও সামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন। গত ৫ আগস্ট বিকেলে তার বাড়ীতে হামলার ঘটনা ঘটে। ভাংচুর করা হয় ঘরের দরজা জানালা। এ সময় জসিম উদ্দিন ঘরে না থাকায় মুখোশধারীরা হুমকি দিয়ে চলে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা তাকে একাধিক এলাকায় খোঁজাখুঁজি করে কোন সন্ধান পায়নি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সকালে স্থানীয় কৃষকরা ঘাস কাটতে গিয়ে জসিম উদ্দিনকে অচেতন অবস্থায় দেখতে পায়। সেখান থেকে উদ্ধার করে সোনাইমুড়ী দি ল্যাব এইড হসপিটালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। লাশের শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে তিনি মারা যান।
এ বিষয়ে নিহতের স্ত্রী হাজেরা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। রাজনীতির কারণে ৫ ই আগস্ট একদল মুখোশধারী আমাদের বাড়ীতে আক্রমণ করে। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। গত শুক্রবার অপরিচিত নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে বলেছে রাতে বাড়ী ফিরবে। কিন্তু আর বাড়ী ফিরেনি।
তিনি আরো বলেন, হয়ত বাড়ী ফেরার সময় সন্ত্রাসীরা তাকে একা পেয়ে আক্রমণ করে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এখন আমারা কিভাবে বাঁচবো?
Leave a Reply