শিরোনাম :
নোয়াখালীতে ৯৯ ব্যাচেরপুনর্মিলন ও প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন  ঈদে বিনোদন প্রেমিদের জন্য নতুন সাজে নোয়াখালীর গ্রীণ পার্ক দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রন ও শান্তি প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই।-ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন চট্টগ্রামে মাওলা আলী রাদিআল্লাহু আনহুর মহান শাহাদাত দিবস উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামে বদর দিবস উপলক্ষে সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত ঘাস কাটতে গিয়ে মিলল তরুণের অর্ধগলিত লাশ ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোনাইমুড়ীতে  চাঁদার দাবীতে ব্যবসা প্রতিষ্ঠােনে হামলার প্রতিবাদে  ও জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সোনাইমুড়ীতে প্রবাসী শাহাদাত হোসেন ভুইয়ার ম্যানেজারের ওপর সন্ত্রাসী হামলা, হত্যার ভয়ভীতি প্রদর্শন. আতংকে নিরীহ পরিবার ও স্বজনরা নোয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, হামলা, ভাংচুরের ঘটনায় যুবক গ্রেফতার

সোনাইমুড়ীতে এটিআর প্লাস্টিক মিলে চাঁদাবাজি ও গোলাগুলি

  • আপডেট সময় : মঙ্গলবার, জুন ১১, ২০১৯
  • 219 পাঠক

সোনাইমুড়ী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে কারখানায় চাঁদাবাজি ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১০ জুন) বিকেলে জেলার সোনাইমুড়ী পৌরবাজারের এটিআর প্লাস্টিক মিলে এ ঘটনা ঘটে।

ঘটনার পর প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ভুক্তভোগী মো. আতাউর রহমান বাদী হয়ে ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের মকিল্যা গ্রামের মো. সুরুজ জামালের ছেলে এনামুল হক (২০), মো. সোলায়মানের ছেলে মো. ইস্রাফিল নোমান (২২), আহছান উল্যাহর ছেলে মো. আবু তালেব (২২), মোহাম্মদ আব্দুল করিমের ছেলে মাইন উদ্দিন (২৮), বাদশা আলীর ছেলে রফিক (৩০), বাবুল সর্দ্দারের ছেলে সোহেল (২৮), আব্দুল খালেকের ছেলে নিজাম উদ্দিন (২৫) ও মন্তাজ মিয়ার ছেলে কালাম (৩৫)। এছাড়া অজ্ঞাত আরও ৫-৬ জন স্থানীয় সন্ত্রাসী হামলায় অংশ নেয় বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এটিআর প্লাস্টিক মিলে গিয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার জসিম উদ্দীনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় তিনি বিষয়টি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ আতাউর রহমানকে জানালে তিনি ঘটনাস্থলে এসে উপস্থিত হন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসী চাঁদাবাজরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় স্থানীয় কয়েকজন এগিয়ে আসলে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় তারা।এটিআরের স্বত্বাধিকারী মো. আতাউর রহমান জানান, সন্ত্রাসীরা আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসী এনামুল হক ও মো. ইস্রাফিল নোমানের নেতৃত্বে তারা এই বর্বরোচিত হামলা চালায়। হামলার পর তাদের বিরুদ্ধে মামলা করায় সন্ত্রাসীরা প্রতিনিয়ত তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে তিনি ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন এবং আসামীদের গ্রেপ্তারের দাবি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ওসি নাসিম উদ্দিন জানান, এ ঘটনায় রাতেই একটি মামলা হয়। তাদের বিরুদ্ধে আগেও থানায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, ইভটিজিংসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আসামীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *