সোনাইমুড়ী প্রতিনিধি: গত ১৮ আগস্ট, ২০২৪ তারিখ রোজ রবিবার একদল সন্ত্রাসীর গুলিতে মোঃ শাহ আলম (ওরফে শাহ), পিতা: মোঃ সেলিম, গ্রাম: দেওটি, সোনাইমুড়ী নামে একজন বি এন পি এর কর্মী খুন হয়েছে এবং অপর একজন গুরুতম আহত হয়েছে।
সূত্রমতে, গত ১৮ আগস্ট, ২০২৪ তারিখ রোজ রবিবার সকাল দশ ঘটিকার সময় স্থানীয় মুহুরিগঞ্জ বাজার, দেওটি, সোনাইমুড়ীতে বি এন পি এর কার্যালয় উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে মিষ্টি বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। দীর্ঘদিন পর বি এন পি এর কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছিল। মোঃ শাহ আলম ওরফে শাহ সহ স্থানীয় বি এন পি এর অন্যান্য নেতাকর্মী মিলিত হওয়ার কারণে বি এন পি এর কার্যালয়টি একটি ক্ষুদ্র সভাস্থলে পরিণত হয়েছিল। বি এন পি এর স্থানীয় নেতা সাবেক ইউ পি চেয়ারম্যান মোঃ দিদার হোসেন এতে বক্তব্য রাখেন এবং নেতাকর্মীদের মধ্যে কুশল বিনিময় করেন।
ঐদিন প্রায় রাত আটটায় দিকে একদল সন্ত্রাসী বন্দুক ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে বি এন পি এর কার্যালয়ে হামলা চালায়। তখন মোঃ শাহ আলম ওরফে শাহ সহ স্থানীয় বি এন পি এর কয়েকজন কর্মী সেখানে উপস্থিত ছিল। প্রথমে তারা বি এন পি এর কর্মী মোঃ শাহ আলম ওরফে শাহকে গুলি করে। এতে বি এন পি এর অন্যান্য কর্মী পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করেছিল। মোঃ শাহ আলম ওরফে শাহকে সন্ত্রাসীরা পর পর কয়েকটি গুলি করে এবং তার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। যাওয়ার সময় সন্ত্রাসীরা মোঃ আবুল কাশেম নামে একজন এল ডি পি এর কর্মীর দোকান ভাঙচুর করে এবং তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার অবস্থাও আশঙ্কাজনক। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে
Leave a Reply