জাতীয় নিশান প্রতিবেদক:
চৌমুহনী পৌর মন্দির ও মহাশ্মশানে ২৫০ কেভিএ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার স্থাপন করায় ওভারলোড সমস্যার সমাধান হয়েছে। এতে খুশি সনাতনধর্মী লোকজন ও এলাকাবাসী। উজ্জল হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভাবমূতি।জানা গেছে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গত ১২/১০/২০২৪ ইং রোজ শনিবার বিক্রয় ও বিতরন বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চৌমুহনী, নোয়াখালী এর আওতাধীন কুরিপাড়া, আলীপুর এলাকায় অবস্থিত মহামায়া পূজামন্ডপ ও পৌর মহাশ্মশান মন্দির পরিদর্শন করেন। এ সময় পূজা মন্ডপে আয়োজিত সভায় মন্দির ও মহাশ্মশান কমিটি বিদ্যুতের ওভারলোড সমস্যা নিরসনে একটি ২৫০ কেভিএ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার বসানোর জন্য উপদেষ্টার কাছে অনুরোধ করে। যার প্রেক্ষিতে ট্রান্সফরমারটি দ্রুত বসানোর ব্যপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে নির্দেশনা প্রদান করেন তিনি। এর পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড(পিডিবি) এর চেয়ারম্যান প্রকৌশলী মো: রেজাউল করিম এর সার্বিক তত্ত্বাবধানে গত ১৪/১০/২০২৪ ইং রোজ সোমবার নির্দেশিত স্থানে একটি ২৫০ কেভিএ ট্রান্সফরমার স্থাপন পূর্বক মন্দির ও পৌর মহাশ্মশান এলাকার ওভারলোড সমস্যার সমাধান করা হয়েছে। উক্ত স্থানে ওভারলোড সমস্যা নিরসন হওয়ায় মন্দির ও পৌর মহাশ্মশান কমিটির সহ-সভাপতি প্রফেসর কুঞ্জলাল কর্মকার ও মহামায়া পূজা কমিটির সাধারন সম্পাদক প্রবীর কুমার কুরি সহ এলাকার সনাতনধর্মী লোকজন উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় এবং চেয়ারম্যান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞ্যাপন করেন। এতে জনমনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
Leave a Reply