জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ীতে সন্ত্রাসীদের গুলিতে মোঃ শাহ আলম ওরফে শাহ নামের এক এল.ডি.পি কর্মী খুন হয়েছেন। এ সময় গুরুতর আহত হয় আরো একজন। গতকাল রবিবার (১৮ আগস্ট) সকালে উপজেলার দেওটি ইউনিয়নের মুহুরিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওরফে শাহ দেওটি গ্রামের মোঃ সেলিম এর পুত্র।
সূত্র জানায়, গতকাল সকাল ১০ টার দিকে স্থানীয় মুহুরিগঞ্জ বাজারে এল.ডি.পি এর কার্যালয় উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মিষ্টি বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর এল.ডি.পি এর কার্যালয়ে নেতাকর্মীরা ভীড় জমায়। মোঃ শাহ আলম ওরফে শাহ সহ স্থানীয় এল.ডি.পি এর অন্যান্য নেতাকর্মী মিলিত হওয়ার কারণে এল.ডি.পি এর কার্যালয়টি একটি ক্ষুদ্র সভাস্থলে পরিণত হয়। এল.ডি.পি এর স্থানীয় নেতা ও এল.ডি.পি এর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ লেয়াকত হোসেন এতে বক্তব্য রাখেন এবং নেতাকর্মীদের মধ্যে কুশল বিনিময় করেন। সারাদিনব্যাপী এল.ডি.পির অফিসে নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। পরবর্তিতে রাত আটটায় দিকে একদল সন্ত্রাসী বন্দুক ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে এল.ডি.পি এর কার্যালয়ে হামলা চালায়। তখন মোঃ শাহ আলম ওরফে শাহ সহ স্থানীয় এল.ডি.পি এর কয়েকজন কর্মী সেখানে উপস্থিত ছিলেন। প্রথমে তারা এল.ডি.পি এর কর্মী মোঃ শাহ আলম ওরফে শাহকে গুলি করে। এ সময় এল.ডি.পি এর অন্যান্য কর্মীরা পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করেন। মোঃ শাহ আলম ওরফে শাহকে সন্ত্রাসীরা পর পর কয়েকটি গুলি করে এবং তার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। যাওয়ার সময় সন্ত্রাসীরা মোঃ আবুল কাশেম নামে একজন এল ডি পি এর কর্মীর দোকান ভাঙচুর করে এবং তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার অবস্থাও আশঙ্কাজনক। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সন্ত্রাসীদের হামলায় এল.ডি.পির মোঃ শাহ আলম ওরফে শাহ নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জেলা ও উপজেলার এল.ডি.পির নেতারা। তারা হত্যাকান্ডের সঠিক তদন্ত ও খুনিদের বিচার দাবি করেছেন।
Leave a Reply