
জাতীয় নিশান প্রতিবেদক:
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে চৌমুহনীর চৌরাস্তায় গত ২ সেপ্টেম্বর আয়োজিত র্যালী ও আলোচনা সভায় হাজিপুর থেকে যোগ দিয়েছিলো বিশাল মিছিল। হাজিপুর ১৪ নং হাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন, সাবেক সহ সাধারণ সম্পাদক জিয়াউল আলম (তিতু) ও হাজীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ ছারওয়ার হোসেন এর নেতৃত্বে মিছিলটি চৌমুহনী ও চৌরাস্তার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সভারস্থলে যোগ দেয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু। এ সময় জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন উর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মহসিন আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।