শিরোনাম :
৭১ এর স্বাধীনতার চেতনাকে লালন করে আগামী দিনে আলোকিত সমাজ গড়তে হবে-বরকত উল্যাহ বুলু সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগে নোয়াখালী ওয়ারিয়র্স দলের জার্সি উন্মোচন সোনাইমুড়ীতে ব্রাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান আমেরিকায় সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি জেদ্দার নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সৌদি আরবে বাংলাদেশীদের বিভিন্ন রকম অপরাধের কারণে হুমকির মুখে দেশের সবচেয়ে বড় শ্রমবাজার, দূতাবাস ও কনসুলেটের সতর্কবার্তা  বেগমগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত সচিব ড. আবু ইউছুফ ও ইউএনও আরিফুর রহমান বেগমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ অভিযান বিএনপির সভায় হাজিপুর থেকে যোগ দিলো বিশাল মিছিল বেগমগঞ্জে স্ত্রীর পরকিয়ায় তছনছ প্রবাসী বেলালের পরিবার বাঁধা দেওয়ায় হামলা, বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগে নোয়াখালী ওয়ারিয়র্স দলের জার্সি উন্মোচন

  • আপডেট সময় : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
  • 97 পাঠক

সৌদি আরব প্রতিনিধি: জমকানো আয়োজনের মধ্য দিয়ে মরুর দেশ সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ ২০২৫। প্রবাসে নোয়াখালী জেলার ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হলো প্রবাস বাংলা ক্রিকেট টিমের অংশগ্রহণকারী নোয়াখালী ওয়ারিয়র্স ক্রিকেট দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান। গতকাল সৌদি আরবের স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ কার্যক্রম সম্পন্ন হয়।

মূলত প্রবাসে বাংলাদেশী ক্রিকেটারদের প্রতিভা বিকাশের লক্ষে এই খেলার আয়োজন করে সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী মকবুল আহমেদ রুবেল।সৌদি ক্রিকেট ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রনালয়ের অনুমোদনে ইতিমধ্যে ব্যাপকভাবে জমে উঠেছে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগের প্রথম আসর। প্রবাসী অধ্যুষিত বাংলাদেশের ১৬ টি জেলা এই টূর্নামেন্টের প্রথম আসরে একে অপরের মোকাবেলা করছে।

নোয়াখালী ওয়ারিয়র্স এর ম্যানেজিং কমিটির উদ্যোগে নোয়াখালী ওয়ারিয়র্স দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা। নোয়াখালী ওয়ারিয়র্স এর মালিক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ মাসুদের পরিচালনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী হাসান কিরণ, আলাউদ্দিন এন কে, গোলাম রসুল রাসেল, আমজাদ হোসেন তুহিন, এবি শামীম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রবাসী ব্যবসায়ীবৃন্দ। পরে নৈশভোজ গ্রহনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নোয়াখালী ওয়ারিয়র্স দলের ওনার শেখ মাসুদ জানান, নোয়াখালীকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষে এবং দেশ ও প্রবাসের ক্রীড়া প্রেমি মানুষদের কথা চিন্তা করে মূলত তিনি দলটি নিয়েছেন। ভবিষ্যতেও নোয়াখালীর স্বার্থে তার এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

সামাজিক যোগাযোগ মধ্যমে শেয়ার করুন...

এ বিভাগের আরো খবর....