
জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে গত ৪ সেপ্টেম্বর (ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫)অনুষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি মাইকিং, প্রচার ও পরিচ্ছনতা কর্মসূচি পালন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন মো: নুরুজ্জামান (ব্র্যাক জেলা সমন্বয়ক), মো: জাকির হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা, মো: ইসমাইল হোসেন (ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অফিসার), সুদিপ্ত নাথ( ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার), রাজকুমার দেশওয়ারা, (ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের ফিল্ড অর্গানাইজার), শিপন মোনোয়ার, (ব্র্যাকস্বাস্থ্য কর্মসূচির যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের ফিল্ড অর্গানাইজার) ও রেড ক্রিসেন্ট বাংলাদেশের দলনেতা মীর শাহারিয়ার রাউফ ও তার দলের অন্যান্য সদস্যরা যেসকল জায়গায় অভিযান পরিচালনা করা হয় সেগুলো হচ্ছে- ডেল্টা জুট মিলস্, রাম ঠাকুর আশ্রম, দক্ষিণ বাজার, গনিপুর গার্লস হাই স্কুল, চৌমুহানী মদন মোহন হাই স্কুল ও গোলাবাড়িয়া আবাসিক এলাকা।